শিলিগুড়ি , ১৪ জানুয়ারী : পৌষ সংক্রান্তি উপলক্ষে আজ সকাল থেকেই শিলিগুড়ির মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল |
মূলত মকর সংক্রান্তিতে সূর্যদেব দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণে যান , যার কারণে একে উত্তরায়ণ উৎসবও বলা হয় । মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার বিশেষ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে । হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে । প্রতি বছর পৌষ মাসে এই উৎসব পালিত হয় । হিন্দু পঞ্জিকা অনুসারে , এই সময় সূর্য ধনু রাশিতে তার যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করে। যা মকর সংক্রান্তি নামে পরিচিত ।
এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে দেখা মিলল ভক্তদের ভিড় । মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের লম্বা লাইন । আজকের এই বিশেষ দিনে সকলেই পুজো দিতে ভিড় জমান শিলিগুড়ির মন্দিরে মন্দিরে । পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু হয় এদিনের সকাল ।