November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

State : কুসংস্কার মুক্ত করতে উদ্যোগী বিজ্ঞান মঞ্চ

শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : সমাজকে কুসংস্কার মুক্ত করতে সচেষ্ট বিজ্ঞান মঞ্চ । তাদের লাগাতার প্রচেষ্টায় বর্তমান সমাজ কিছুটা হলে ও কুসংস্কার মুক্ত । বিষেশ করে গ্রামেগঞ্জে আজও কুসংস্কারে ভর করে মানুষ নিজেদের জীবন বিপন্ন করছে । সেই কারনে সমাজকে কুসংস্কার মুক্ত করতে বর্তমান যুব সমাজকে হাতিয়ার করে এগোতে চাইছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ।

শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি তাদের দেশবন্ধু পাড়ার উমা বসু বিজ্ঞান ভবনে কুসংস্কারের বিরুদ্ধে এক কর্মশালার আয়োজন করা হয় । এদিন শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎসুক পড়ুয়ারা এই কর্মশালায় অংশগ্রহন করে । উপস্থিত সকলের সামনে কুসংস্কারের নানান দিক তুলে ধরেন বিজ্ঞান মঞ্চর কর্মিরা।

অধ্যাপক বিনয় দে জানান , তাদের এই কর্মশালা রাজ্যে ব্যাপি শুরু হয়েছে । ছাত্রছাত্রীদের মধ্য দিয়েই সমাজকে কুসংস্কার করার প্রয়াস গ্রহন করা হয়েছে । তিনি আশাবাদী এই ধরনের কর্মশালার মধ্য দিয়েই সমাজ কুসংস্কার মুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *