December 20, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

Nature : ডিজিটাল স্ক্রিনের ব্যস্ততা থেকে শিশুদের নিয়ে প্রকৃতির সঙ্গে

শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : মোবাইল , ট্যাব ও ডিজিটাল স্ক্রিনের ব্যস্ততা থেকে শিশুদের খানিকটা দূরে সরিয়ে প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয় করাতেই ঘোষপুকুরের দুলালি পার্কে আয়োজিত হল ব্যতিক্রমী পরিবেশ সচেতনতা কর্মসূচি ‘স্ক্রিন টু গ্রিন’ । কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে একদিনের জন্য হলেও প্রকৃতির পাঠে মন দিল ক্ষুদেরা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগডোগরা এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় , ঘোষপুকুর রেঞ্জ অফিসার সম্বরতা সাধু ও বন দফতরের আধিকারিকরা । পাশাপাশি সহযোগিতায় ছিলেন FWN Foundation , শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং গিভ লাইফ সোসাইটির সদস্যরা ।


এই কর্মসূচিতে অংশ নেয় ২৫ জন ছাত্রছাত্রী ও ৭ জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য । শিশুদের জন্য পরিকল্পিত ছিল একাধিক শেখার ও উপভোগের কার্যক্রম । ‘নো ইওর হ্যাবিট্যাট’ পর্বে তারা নিজেদের আশপাশের বনভূমি, উদ্ভিদ ও প্রাণিজগত সম্পর্কে ধারণা লাভ করে । অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরা হয় স্থানীয় জীববৈচিত্র্যের নানা দিক । পাশাপাশি পরিবেশ বিষয়ক কুইজ , ট্রেজার হান্ট , নেচার ট্রেল , ট্রি হাগিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শেখার সঙ্গে যুক্ত হয় আনন্দও ।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগডোগরা এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় বলেন , বর্তমান সময়ে শিশুদের মধ্যে স্ক্রিন নির্ভরতা ক্রমেই বাড়ছে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি । প্রকৃতি সম্পর্কে হাতে–কলমে শেখার মধ্য দিয়েই আগামী প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

সব মিলিয়ে , ঘোষপুকুরের দুলালি পার্কে আয়োজিত ‘স্ক্রিন টু গ্রিন’ কর্মসূচি শিশুদের কাছে শুধুই একটি অনুষ্ঠান নয় , বরং প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক বাস্তব শিক্ষা হয়ে উঠেছে । ডিজিটাল জগতের বাইরে এসে প্রকৃতিকে চেনা , বোঝা ও ভালোবাসার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আচরণ ও চিন্তাভাবনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী পরিবেশপ্রেমীদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *