November 21, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Road : দীর্ঘদিনের সমস্যা দূর হতে চলেছে অশোক নগর এলাকার

শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : শিলিগুড়ি ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হতে চলেছে । প্রতিবছর বর্ষার সময় শিলিগুড়ি অশোকনগর এলাকার জলে ডুবে থাকে যার কারণে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের অসুবিধা সম্মুখীন হতে হয়।

মেয়র গৌতম দেব পুরনিগমের দায়িত্ব নিয়ে কথা দিয়েছিলেন সমস্যার সমাধানের | কথা রাখতে এর আগেও শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া দিয়ে অশোকনগরের জল বের করার একটি ব্যবস্থা করা হয় । কিন্তু এলাকার মানুষের বাধার কারণে সেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় শিলিগুড়ি পুরনিগম।

এরপর সেই কাজ আবারও নতুন করে ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পি ডব্লু ডি মোড় দিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই কাজের আজ উদ্বোধন করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন শিলিগুড়ি অশোকনগর এলাকার মানুষের দীর্ঘদিনের জলের সমস্যা । সেই সমস্যা থেকে এলাকার মানুষকে বের করে নিয়ে আসতেই এই ড্রেন তৈরি করা হচ্ছে । তিনি বলেন পরের বছর বর্ষায় অশোকনগরে আর জল জমার সমস্যা থাকবে না। প্রথম ফেসের কাজে ব্যয় হবে ১ কোটি ৮২ লক্ষ টাকা। পুস ব্যাক পদ্ধতিতে এই কাজ সম্পন্ন করা হবে |অত্যাধুনিক এই পদ্ধতিতে শিলিগুড়িতে প্রথম এ ধরনের কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *