শিলিগুড়ি , ১১ জানুয়ারী : ওর্য়াড উৎসবের মধ্য দিয়ে সকল নাগরিকের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তার ছোঁয়া রেখে গেল ১৯ নম্বর ওর্য়াড কমিটি ।
১৯ নম্বর ওর্য়াড কমিটির পরিচালনায় ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় শনিবার থেকে শুরু হল ওর্য়াড উৎসব ‘ঊষসী’ । সুভাষপল্লীর সংঘশ্রী ক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রা বেরিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ পরিক্রমা করে । শোভাযাত্রার প্রথম শাড়িতে ওর্য়াডের কচিকাচারা বিভিন্ন সাজে পা মেলায় ।