শিলিগুড়ি , ৩০ নভেম্বর : সাতদিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তার । আর মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে তৎপর প্রশাসন ।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সম্ভাব্য শিলিগুড়ির দুটি সভাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল , শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর , DCP জয় টুডু সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ।
এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও উত্তরকন্যা পরিদর্শন করেন তারা । সূত্র মারফত জানা যায় , ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর এই সাতদিনের মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর । মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কার্শিংয়াং আসছেন । বিয়ের অনুষ্ঠান ছাড়াও একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দেবার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেই সুবাদে আজ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন সরকারি আমলা সহ জেলা শাসক মহকুমা শাসক পুলিশ কমিশনার সহ অন্যান্যরা। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কোনো প্রশাসনিক আধিকারিকরা।