September 7, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Verdict : রায় ঘোষণা শিলিগুড়ি আদালতের , ১২ বছরের সশ্রম কারাদন্ড

শিলিগুড়ি , ১১ এপ্রিল : ছয় বছর পর নেশার সামগ্রী পাচারের দায়ে সাজা শোনাল শিলিগুড়ি মহকুমা আদালত।
২৩ জুন ২০১৬ ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে | একটি চারচাকা গাড়ি করে প্রচুর পরিমাণ নেশার সামগ্রী পাচার করা হচ্ছে । মনিপুর থেকে শিলিগুড়ির দিকেই আসছিল সেই চার চাকার গাড়িটি । খবর পাওয়া মাত্রই ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা অভিযান চালায় চামটা মেথি বাড়ি ফরেস্ট চেক পোস্ট এলাকায়।

অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়িকে আটক করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকরা । গাড়িটির ভেতরে তল্লাশি চালানো মাত্রই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় সাতটি প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল এক কিলো করে চরস | যারা আনুমানিক বাজার মূল্য কোটি টাকার ওপরে । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা চার জনকে।

ধৃতদের নাম শান্তা রায় , জীবন গৌতম , রাম কুমার করকি ও বসন্ত রাই সেওয়ান। গত ছয় বছর ধরে মামলা চলার পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতের স্পেশাল কোর্ট (এমডিপিএস) ধৃত চার জনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও মাথাপিছু দেড় লক্ষ টাকা করে জরিমানা ধার্য করে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *