November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Virus : রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে

শিলিগুড়ি , ৭ জানুয়ারী : রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা এলাকা জুড়েও শুরু হতে চলেছে রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে টিকাকরণ । চলবে ফেব্রুয়ারী মাসের ১১ তারিখ পর্যন্ত ।

জেলা প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে শিলিগুড়ি মহকুমা এলাকার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ১২১৫ টি স্কুলে টিকাকরণ প্রক্রিয়া চলবে । স্কুল ভিত্তিক টিকাকরণ প্রক্রিয়া শেষে স্থানীয় কমিউনিটি হল গুলিতে টিকাকরণ করা হবে । একইসঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও মিলবে টিকা । তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন জেলাশাসক এস পুন্নমবালম । তিনি জানান , শিলিগুড়ি মহকুমা এলাকা জুড়ে প্রায় ২ লক্ষ ৬৩ হাজার শিশুকে এই টিকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *