শিলিগুড়ি , সেপ্টেম্বর : শহরের ৩৬ নম্বর ওয়ার্ডে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় । মৃতের পরিবারের অভিযোগ , পাশের ৩৭ নম্বর ওয়ার্ডের এক বিবাহিতা মহিলা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রায় তিন বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
পরিবারের দাবি , সম্প্রতি মহিলার হাতে শাখা-সিঁদুর দেখে সন্দেহ প্রকাশ করলে তিনি জানান , মৃত যুবকের সঙ্গেই তার বিয়ে হয়েছে । তবে শুরু থেকেই ওই মহিলার বৈবাহিক পরিচয় নিয়ে পরিবারের সন্দেহ ছিল ।
অভিযোগ , সোমবার ভোর রাতে যুবকের বৃদ্ধা মা ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্ত মহিলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এবং মহিলার বাড়িতেও চড়াও হয় ।
ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে ।