মালবাজার , ১৮ জুলাইঃ মালবাজারের শালবাড়ী এলাকার পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার , তদন্তে পুলিশ ।
মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ী এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ওই নাবালিকার মৃতদেহ একটি পাটক্ষেত থেকে উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয় । এটি আত্মহত্যা , দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা জানতে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই নাবালিকার সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে । তবে পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তদন্তকারীরা সম্ভাব্য প্রত্যেকটি দিক খতিয়ে দেখছেন।
স্থানীয়রা দাবি তুলেছেন , দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ।
পুলিশ জানিয়েছে , ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে । সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে ।