শিলিগুড়ি , ৭ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক তরুণীর অস্বভাবিক মৃত্যু | মৃতার নাম জয়া বর্ধন। আজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় | পরিবার সূত্রে জানা গিয়েছে , সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি । তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
গত শনিবারই জয়া রেসিডেনসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন । ছোটোবেলা থেকেই পড়াশোনায় ভালো জয়া সরকারি পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করেছিলেন । তার মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত । মা একাই অনেক কষ্ট করে তাদের বড় করে তুলেছেন। বাবার সঙ্গে সম্পর্ক বিশেষ ছিল না , যদিও বাবা একই ওয়ার্ডের বাসিন্দা।
জয়া ছোট থেকেই দাদুর বাড়িতে মানুষ হয়েছে। সংসারে আর্থিক অনটন থাকলেও, তার দাদা সম্প্রতি পুলিশে চাকরি পাওয়ায় সেই অভাব অনেকটাই দূর হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে ।
কী কারণে এমন চরম সিদ্ধান্ত ওই তরুণী নিলেন , তা নিয়ে উঠছে প্রশ্ন । এলাকায় এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানা । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আত্মহত্যার পেছনে মানসিক চাপ বা অন্য কোনও ব্যক্তিগত কারণ আছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে ।