January 27, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : যুবতীর অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ২৬ জানুয়ারী : যুবতীর অস্বাভাবিক মৃত্যু | ভাড়া বাড়ি থেকে মিলল ঝুলন্ত দেহ | মৃতা ২৩ বছরের বৈশালি মহন্ত যিনি কোচবিহারের বাসিন্দা | শিলিগুড়ির চম্পাসারিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন |

দু’দিন ধরে ঘর থেকে না বের হওয়াতে সন্দেহ হয় আশেপাশে মানুষের | তারপরেই তারা দ্রুত প্রধান নগর থানায় খবর দেয় | তারপর প্রধাননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে তাকে ঝুলন্ত অবস্থায় । কিন্তু বিগত পাঁচ বছর ধরে শহর শিলিগুড়িতেই তার থাকা | শিলিগুড়ি কমার্স কলেজে এ পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি শপিং মলে কর্মরত ছিলেন |

পুলিশ ফোনে এ খবর জানাতেই দ্রুত ছুটে আসে তার পরিবারের লোকজন । এই গোটা বিষয় নিয়ে বৈশালীর জেঠু সুশান্ত মহন্ত জানান , যে তাদের মেয়ে খুবই শান্ত স্বভাবের ও সাহসী ছিলেন | হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটানোর মানসিকতা তার কোন সময়ই ছিল না |

পরিবারের লোকের অভিযোগ যে এটা কোনভাবেই আত্মহত্যা হতে পারে না । এই ঘটনার পর পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছে বৈশালির মা দিদি ও পরিবারের সকলে | বর্তমানে বৈশালির মৃতদেহটি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *