January 4, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Murder : মা ও ছেলের রহস্যজনক মৃত্যু !

শিলিগুড়ি , ২ জানুয়ারী : মা ও ছেলের রহস্যজনক মৃত্যু , চিকিৎসাধীন বাড়ির মেয়ে । স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত স্বামী | মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি ।

মাটিগাড়ার উত্তরায়ণ টাউনসিপের ই -৯ ব্লকের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । নতুন ইংরেজি বর্ষে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস , মেয়ে তেজল দাস , ছেলে তেজাস দাস ও তিথির ভাগ্না তন্ময় সরকার । খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন তারা ।

সকালে তেজল তন্ময়কে জানায় তার ভাই ও মা ঘুম থেকে উঠছেনা । পরবর্তীতে তাদের উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরায়ন টাউনশিপ ফাঁড়ির পুলিশ । অন্যদিকে মৃত তিথি দাসের স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন । বর্তমানে তিনিও চিকিৎসাধীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *