শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : নরেশ মোড় এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
গতকাল রাতে থেকেই তার ঘর বন্ধ ছিল | সকালে তার পরিবার ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় | শিলিগুড়ি নরেশ মোড় তেলিপাড়া এলাকায় তার বাড়ি ।
ওই যুবক কলকাতায় পড়াশোনা করেন | ছুটিতে শিলিগুড়িতে এসেছিলেন চলতি মাসের ডিসেম্বরের প্রথম সপ্তাহে | যুবকের নাম প্রসেনজিৎ সাহা । বয়স তার ১৯ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশিঘড় ফাঁড়ির পুলিশ । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আশিঘড় ফাঁড়ির পুলিশ।