February 1, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Theft : নেশাগ্রস্ত যুবকদের অত‍্যাচারে অতিষ্ট ওর্য়াডবাসী

শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : শহরে নেশাগ্রস্ত যুবকদের অত‍্যাচারে ওর্য়াডে অতিষ্ট এলাকাবাসী | একের পর এক চুরি যাচ্ছে জিনিসপত্র । এই সমস‍্যা দূর ক‍রতে এলাকায় বসতে চলেছে সিসি ক‍্যামেরা ।


শনিবার ভোরে সূর্যনগর বলাকা ক্লাবের পাশে সৌন্দর্যায়নের জন্য রাস্তার ধারে লোহার রেলিং ও লোহার গেট ভেঙ্গে নিয়ে যায় চোরের দল । সকালে ওর্য়াড কাউন্সিলর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন | শিলিগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে ।

এলাকাবাসীর বাড়িতে লাগানো সিসি ক‍্যামেরায় দেখা যাচ্ছে লোহার গেট হাতে করে নিয়ে যাচ্ছে এক যুবক ।

ওর্য়াড কাউন্সিলর লক্ষ্মী পাল জানান বেশ কিছুদিন ধরে সবুজায়নের জন‍্য গাছ লাগানো হয়েছে । সেখান থেকে লোহার খাঁচা চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কারা । আগামীতে এলাকায় সিসি ক‍্যামেরা বসতে চলেছে পুরনিগমের সহযোগিতায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *