শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বর : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই | শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানা পুলিশের বিশেষ অভিযান | বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা আদাঘাট এলাকা থেকে প্রায় ১ কেজি ১২৬ গ্রাম ব্রাউন সুগার সহ দুই জনকে গ্রেপ্তার করে প্রধান নগর থানা পুলিশ।
ধৃত দু’জন মালদার কালিয়াচকের বাসিন্দা ।
ধৃতদের নাম নাজিবুল ইসলাম এবং ইসরাউল হক । ধৃত দু’জন মালদা থেকে ওই ব্রাউন সুগার শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।
স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে | উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
ধৃত দু’জনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধান নগর । ধৃতরা ওই মাদক কাকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল তা তদন্ত করে দেখছে প্রধান নগর থানার পুলিশ।