Khabar Samay Bangla Blog অপরাধ Crime : ভুয়ো জিএসটি অফিসার সেজে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার দুই
অপরাধ

Crime : ভুয়ো জিএসটি অফিসার সেজে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৬ সেপ্টেম্বর : ভুয়ো জিএসটি অফিসার সেজে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার ।

ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে | যারা ভুয়ো জিএসটি অফিসার সেজে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল ।
অভিযুক্তদের নাম বিপুল শর্মা এবং রাজদীপ রায় | শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের তিরঙ্গা মোড় শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার গভীর রাতে , এই যুবক তার অন্যান্য সহযোগীদের সঙ্গে ইস্টার্ন বাইপাস রায় কলোনি মোড়ে নীল আলো লাগানো একটি বোলেরো গাড়িতে ট্রাক থামিয়ে নিজেদের জিএসটি অফিসার বলে দাবি করে টাকা আদায় করছিল ।

এদিকে, হরিয়ানার এক ট্রাক চালক পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন অভিযুক্ত তাকে থামিয়ে তার পণ্য সম্ভারের কাগজপত্র চাইতে থাকে । সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও , অভিযুক্ত জোর করে টাকা দাবি করে ।
ট্রাক চালক বাধা দিলে অভিযুক্তরা তার জিনিসপত্র ছিনতাই ও ডাকাতির চেষ্টা করে । তবে, চালক সাহস দেখিয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জড়ো করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে |

অন্যদিকে একজন অভিযুক্ত নীল আলো লাগানো গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । অভিযুক্ত রাজদীপ রায় শিলিগুড়ির একজন জিএসটি অফিসারের গাড়ির চালক।
সে গাড়িটি এইভাবেই তোলা আদায়ের জন্য ব্যবহার করেছিল ।

দ্বিতীয় অভিযুক্ত বিপুল শর্মা পূর্বে খুনের দায়ে জেল খেটেছিল এবং বর্তমানে জামিনে ছিল ।
পুলিশ ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেছে এবং সেটির খোঁজ করছে । অভিযুক্তরা কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটিয়ে আসছে এসব কিছুর তদন্ত করে দেখছে পুলিশ | আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ |


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version