Khabar Samay Bangla Blog অপরাধ Theft : সোনার অলংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২
অপরাধ

Theft : সোনার অলংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২০ অগাষ্ট : সোনার অলংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২ । শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির বড়মনিরাম জোতে সোনার অলংকার ও নগদ টাকা চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীর দল। সেই অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে গ্রেপ্তার ২ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ১৮ অগাষ্ট গভীর রাতে বড়মনিরাম জোতে এক ব্যক্তির বাড়ির সোনার অলংকার ও টাকা চুরির ঘটনা ঘটে । পরের দিন নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ হলে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিলারাম জোতের বাসিন্দা মহম্মদ আলম এবং তারাবারির সুদীপ কিষানকে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত ও চুরি যাওয়া অলংকার উদ্ধারে নামছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version