শিলিগুড়ি , ২০ অগাষ্ট : উত্তরবঙ্গ থেকে একের পর এক নারী পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন । চা বাগান গুলো রুগ্নপ্রায় অবস্থা এবং রাজ্য সরকারের দ্বিচারিতার জন্যই ফের সক্রিয় হয়েছে পাচারচক্র । পাচার রুখতে প্রশাসনিক সহযোগিতাও নেই এই রাজ্যের সরকারের । আর পি এফ আয়োজিত একটি কর্মশায় যোগ দিতে শিলিগুড়িতে এসে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
গত কয়েক মাসে উত্তরবঙ্গের বিশেষত তরাই ডুয়ার্সের চা বলয় এলাকা থেকে নারী পাচারের ঘটনা ঘটে । যদিও , রেল পুলিশ ও শিলিগুড়ি পু্লিশের তৎপরতায় পাচারের আগেও প্রায় ৯০ জন তরুণী উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে ৭ পাচারকারীকে । ফের নতুন করে পাচারচক্র সক্রিয় হয়েছে বলে দাবি জাতীয় মহিলা কমিশনের ।
মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি দল কয়েকদিন ধরে উত্তরের চা বলয় এলাকা ঘুরে দেখেন । কথা বলেন চা শ্রমিক ও পরিবারের সঙ্গে ।
এদিন সকালে মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার শিলিগুড়ির কাশ্মীর কলোনীতে একটি নারী পাচার রোধ সংক্রান্ত কর্মশালায় যোগ দেন । সেখানেই এই পাচারের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।
তার অভিযোগ , রাজনীতির বেড়াজালে চা বাগান গুলো | রাজ্য সরকার রেশন থেকে শুরু করে চিকিৎসা আবাস কোনটাই দিচ্ছে না । প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হলেও তা জমা হচ্ছে না । সে কারনে অল্প টাকার লোভে পড়ে চা বাগানের মেয়েরা পাচার হয়ে যাচ্ছে ।
নারী পাচার রুখতে গেলে সকলের সহযোগীতা প্রয়োজন বলে তিনি অভিমত প্রকাশ করেন ।