March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : বালি পাচারের বিরুদ্ধে বড় সাফল্য , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৬ মার্চ : অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে বড় সাফল্য শিলিগুড়ি পুলিশের । গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির খাপরাইল মোড়ে হানা দেয় শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । বালাসন নদী থেকে অবৈধ ভাবে বালি বোঝাই দুটি ট্রাক্টরকে তারা আটক করে ।

বৈধ কোন কাগজ দেখাতে না পারায় মাটিগাড়া থানার গোয়ালজোতের দুই বাসিন্দা ট্রাক্টরের চালক সঞ্জিব বর্মন ও বঙ্কিম বর্মনকে গ্রেপ্তার করে । অন্যদিকে এদিন রাতে দুটি বালি বোঝাই ডাম্পারকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ ।

বালাসন থেকে বালি নিয়ে আসছিল , পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় চালকরা । মাটিগাড়া থানার পুলিশ ডাম্পার দুটি আটক করে থানায় নিয়ে আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *