শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : ফের তোলাবাজির অভিযোগ শহর শিলিগুড়িতে । গ্রেপ্তার ২ অভিযুক্ত ।
শিলিগুড়ি চম্পাসারি দেবীডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করছিল দুই যুবক বলে অভিযোগ । এই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় অভিযোগ আসছিল ।
সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি চম্পাসারি এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম জিতেন প্রসাদ ও শেখর ঝা । তারা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি চম্পাসারির দেবীডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে তোলাবাজি করত বলে অভিযোগ ।
বুধবার ধৃত দু’জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ।