শিলিগুড়ি , ৩১ জানুয়ারী : গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি কন্টেনার বোঝাই মোট ৫৪ টি মহিষ উদ্ধার করল শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ।
বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ গুলিকে । সেই গাড়ি আটক করে পুলিশ । বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় দুই জন কে ।মহিষ গুলিকে উদ্ধার করে খোয়ারে পাঠানো হয় |
ধৃতরা হল মহম্মদ নাসির ও মহম্মদ মনিস । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।