November 21, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

India : দুই বাংলাদেশী যুবক গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৫ মার্চ : বাংলাদেশ থেকে এসে শিলিগুড়িতে প্রায় কয়েক মাস ধরে বিধান মার্কেটে প্রিন্টারের কাজ করছিল দুই যুবক | ভক্তিনগর থানা পুলিশের কাছে এ ব্যাপারে খবর আসে | পুলিশের বিশেষ অভিযানে ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয় |

ধৃত দুই যুবক বৈধ কোন কাগজ দেখাতে পারেনি | পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশ বর্ডারে দিয়ে লুকিয়ে ভারতবর্ষে প্রবেশ করে তারা | শিলিগুড়িতে এসে শহরের বিধান মার্কেটে প্রিন্টারের কাজ করছিল কয়েক মাস ধরে ওই দুই যুবক | শিলিগুড়িতেই কোন একটি বাড়িতে তারা ভাড়া নিয়ে থাকছিল | এই দুই যুবকের মধ্যে একজনের নাম রতন মন্ডল | ওপর জনের নাম মানিক মন্ডল | তাদের দু’জনের বাড়ি পুরান বাজার মাদানীপুর , ঢাকা জেলায় | পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে ভক্তিনগর থানাতে | তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা কয়েকমাস আগেই ভারতবর্ষে প্রবেশ করে |

দু’জনকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং তাদেরকে পাঁচ দিনের জন্য রিভান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ । ভক্তিনগর থানার একটি বড় সাফল্য । এর পিছনে কারা কারা জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখছে ভক্তিনগর থানার পুলিশ | কয়েকজনের নামও উঠে এসেছে পুলিশের কাছে যারা কাগজপত্র বানিয়ে এদেশের নাগরিকতা দেয় | পুলিশ সে ব্যপারে তল্লাশি শুরু করেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *