October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Border : রাতের অন্ধকারে সীমান্ত পার করার সময় ssb এর হাতে দুই বিদেশি

শিলিগুড়ি , ৩১ জুলাই : এসএসবির হাতে আটক দুই বিদেশি । দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত থেকে দুই জনকে আটক করল এসএসবির ৪১ নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা।নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এস এস বির জওয়ানরা । সেই সময় তাদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে । তৎক্ষণাৎ দু’জনকে আটক করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ।

তাদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি ধরা পড়ে । জিজ্ঞাসাবাদে দু’জন স্বীকার করে তারা একজন নেপালের বাসিন্দা এবং একজন আইভরি কোষ্টের বাসিন্দা । ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা। অপর ধৃত দাইলিয়াহি সারিয়া আইভরি কোষ্টের বাসিন্দা।

ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত ৫ বছর ধরে নেপালেই বসবাস করছিল । এসএসবি দু’জনকেই দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় । ধৃত দু’জনকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । তদন্তে দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *