শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মহকুমার বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি কন্টেনার গাড়িকে আটক করে তল্লাশি করতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মহিষ । চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির দুই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয় | মহিষগুলিকে উদ্ধার করে খোয়ারে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে জানা যায় , দুটি ছয় চাকা কন্টেনার গাড়ির ভেতর ২৭ টি করে মোট ৫৪ টি মহিষ উদ্ধার করা হয়েছে | মহিষগুলি বিহার থেকে অসম হয়ে বাংলাদেশের পাচারের ছক কষেছিল পাচারকারীরা । তবে পাচারের আগেই মহিষগুলোকে উদ্ধার করা হয় | দু’জন গাড়ি চালক জাহির খান ও সাদ্দাম কে গ্রেপ্তার করা হয় | আজ তাদের দু’জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় , এদের দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশে।