November 21, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

FOREST : কাঠ পাচারের চেষ্টা রুখে দিল বেলাকোবা বনদপ্তর , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ জানুয়ারী : ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা । কাঠ পাচার রুখে দিল বেলাকোবা বনদপ্তর । গতকালের পর আজ ভোর রাতে আবার ও ৭০ লক্ষ টাকার অবৈধ বার্মা কাঠ বাজেয়াপ্ত করল বেলাকোবা বনদপ্তর ।

বনদপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনার করে কাঠ পাচারের চেষ্টা ছিল পাচারকারীদের । অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মা কাঠ বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা।

শনিবার ভোররাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় রাতভর চলে বিশেষ অভিযান । আর তাতেই মিলে যায় সাফল্য | অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বন কর্মীরা । সেই গাড়ির ভিতরেই লুকানো ছিল প্রায় ৭০ লক্ষ টাকার বার্মা কাঠ । বনদপ্তর সূত্রে জানা গেছে অসম থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়িটি ।

এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম আনছাড় , সে হরিয়ানার বাসিন্দা । আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *