শিলিগুড়ি , ১৬ জানুয়ারী : বালুরঘাট থেকে গৌহাটি এবং ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেন চালু করতে প্রস্তুত রেল । এই দুটি ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় গত লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরবাসীরা দুটি নতুন ট্রেন উপহার পেয়েছিল । একটি দিল্লি হয়ে ভাটিন্দাগামী ট্রেন এবং অন্যটি শিয়ালদহগামী ট্রেন । তবে গৌহাটি ও ব্যাঙ্গালোরের জন্য সরাসরি ট্রেন চালুর দাবি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ছিল ।
গতকাল বালুরঘাট রেল স্টেশনে চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন , “বালুরঘাট থেকে গৌহাটি ও ব্যাঙ্গালোরের ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে । অনুমতি পেলেই আমরা ট্রেন চালাতে প্রস্তুত।”
বালুরঘাট-হিলি রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি জানান , প্রকল্পটি দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে । বালুরঘাট থেকে গঙ্গারামপুর পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তবে গঙ্গারামপুর থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণ এখনও বাকি । জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই টেন্ডার প্রকাশ করা হবে ।