শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ির থেকে কলকাতার যাবার জন্য রাত্রিকালীন কোন ট্রেন নেই । সর্বশেষ ট্রেন রাত্রি আটটা চল্লিশে পদাতিক এক্সপ্রেস ।
বিভিন্ন কাজকর্ম শেষে রাত্রি দশটার পরে যারা কলকাতায় যেতে চান , উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহর থেকে বাস , প্লেন , ট্রেন কোন পরিষেবা থাকে না ।
তাই রাজধানী কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন ট্রেন চালু করার সম্ভাবনা খতিয়ে দেখার আবেদন করলেন বিধায়ক শংকর ঘোষ | রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর কাছে চিঠি দিয়ে সেই আবেদন জানিয়েছেন তিনি | এই বিষয়টি নিয়ে সাংসদ রাজু বিস্তা এবং ডক্টর জয়ন্ত রায়ের ও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ।
শংকর বাবু জানান , রাত আটটার পরে আর কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার কোন উপায় থাকে না । তেমনি শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার ক্ষেত্রেও । হাতেগোনা কয়েকটি ট্রেন রয়েছে এবং বাসের ভাড়া প্রচুর ফলে মানুষের সমস্যা হচ্ছে । রেলমন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ।
তিনি এও জানান , চিকিৎসা এবং জরুরী কাজে কারও কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে । ট্রেন সংখ্যা সীমিত , বাস ভাড়া প্রচুর , সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন ।
আর এই কারণেই তিনি রেলমন্ত্রীকে কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতা নতুন ট্রেন পরিষেবা দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আবেদন করেছেন।