শিলিগুড়ি , ২৫ এপ্রিল : শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে শুকনা স্টেশন পার করে পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে যায় টয় ট্রেনের ইঞ্জিন । ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্তারা ।
প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই টয় ট্রেনের ইঞ্জিনটি | সেই সময় শুকনার কাছে পৌঁছতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় ইঞ্জিনের। এরপরই আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিনটি , উল্টে পড়ে ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তারা । ক্রেনের সাহায্যে টয় ট্রেনের ইঞ্জিন টিকে আবার লাইনে তোলার কাজ শুরু করা হয়েছে । তবে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে । রেল সূত্রের খবর ওই ইঞ্জিনে থাকা চালক এবং সহকারী চালক দু’জনই সুস্থ রয়েছেন ।