Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ দার্জিলিং Train Accident : দুর্ঘটনার প্রায় ২৬ ঘন্টা পর ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Train Accident : দুর্ঘটনার প্রায় ২৬ ঘন্টা পর ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক

শিলিগুড়ি , ১৮ জুন : ট্রেন দুর্ঘটনার প্রায় ২৬ ঘন্টার মধ্যে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক । সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি ও নিজবাড়ি রেল স্টেশনের মাঝে নির্মলজোত এলাকায় দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটির পেছনে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন।

যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর পেছনে তিনটি বগি লাইনচ্যুত হয় । গার্ডের বগির ভিতরে ঢুকে যায় মালবাহী ট্রেনের ইঞ্জিন । ঘটনায় মৃত্যু হয় ১১ জনের। পাশাপাশি আহত হন প্রায় ৪০ জন যাত্রী ।
দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় রেল কর্তৃপক্ষ। পরিষেবা স্বাভাবিক করার টানা চলে সংস্কারের কাজ । সোমবার মাঝরাতেই আপলাইন দিয়ে মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান হয়। এরপর মঙ্গলবার সকালে আপলাইন দিয়ে শতাব্দী এক্সপ্রেস এবং কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস পাস করানো হয়। তবে ডাউন লাইনে ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে | ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ওই এলাকা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version