December 15, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Rule : ট্রাফিক আইন মেনে চলতে এবার ভালোবাসার বার্তা

শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : ট্রাফিক আইন মেনে চলতে এবার ভালোবাসার বার্তা | উদ্যোগ আশিঘর সাব ট্রাফিক গার্ড এর । শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করে জরিমানা নয় , তাদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকলেট ।

হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও , ট্রাফিক পুলিশের এই পদক্ষেপে খুশি চালকরা । পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান , হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয় , জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা । মিষ্টিমুখ করিয়ে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সচেতনতামূলক বার্তাও ।

ট্রাফিক পুলিশের বক্তব্য , বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে সঠিক সমাধান হচ্ছে না । তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে । সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়োচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *