Khabar Samay Bangla Blog অপরাধ Trafficking : অসমের তরুণীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Trafficking : অসমের তরুণীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৩ নভেম্বর : ফের শহরে সক্রিয় মানব পাচার মামলা | 

শিলিগুড়ি মহিলা থানার বড় সাফল্য | মানব পাচারের অভিযোগে দুই মহিলা অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা পুলিশ । অভিযুক্তরা হল নমিতা দাস এবং জমিরন নেসার ।
অভিযুক্তদের মধ্যে একজন শিলিগুড়ি শহরের খালপাড়া রেডলাইট এলাকার বাসিন্দা, অন্যজন অসমের বাসিন্দা বলে জানা গেছে । পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২২ অক্টোবর শিলিগুড়ি মহিলা থানায় এক তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অনুসারে , অভিযুক্ত মহিলা জমিরন নিসার তাকে অসম থেকে প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে আসে এবং চাকরি দেওয়ার অজুহাতে খালপাড়া যৌনপল্লীতে নমিতা দাস নামে এক মহিলার কাছে জোর করে বিক্রি করে দেয় ।

প্রায় দুই মাস সেখানে থাকার পর, ভুক্তভোগী সুযোগ পেয়ে ২২ অক্টোবর মহিলা থানায় পৌঁছান এবং পুরো ঘটনাটি পুলিশকে জানান । অভিযোগ দায়েরের সাথে সাথেই মহিলা পুলিশ থানা বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং অভিযুক্ত দুই মহিলার খোঁজ শুরু করে । নিরলস তল্লাশির পর, পুলিশ অবশেষে গতকাল তথ্য পায় যে উভয় অভিযুক্তই একটি রেড-লাইট এরিয়ায় রয়েছে।
মহিলা পুলিশ থানা তাৎক্ষণিকভাবে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে । উভয় অভিযুক্তকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর, পুলিশ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে এবং আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করার জন্য পাঠিয়েছে ।

পুলিশ এখন এই সম্পূর্ণ মানব পাচার নেটওয়ার্কের তদন্ত করছে , আরও কারা জড়িত তা নির্ধারণ করার চেষ্টা করছে এবং এই অভিযুক্তরা এখন পর্যন্ত কতগুলি অপরাধ করেছে । মহিলা থানার পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে মামলার তদন্ত চলছে এবং কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version