Khabar Samay Bangla Blog অপরাধ Court : গরু পাচারকারীর মাস্টারমাইন্ড গ্রেপ্তার
অপরাধ

Court : গরু পাচারকারীর মাস্টারমাইন্ড গ্রেপ্তার

শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে গরু পাচারকারীর মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল পুলিশ । বিগত কয়েক বছর থেকেই বাংলাদেশে গরু পাচার ও বাংলাদেশীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠে আসছিল তয়োব আলীর বিরুদ্ধে । ধৃতের বাড়ি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়ি খাওয়া গ্রামে ।

২০২২ সালে ভারত বাংলাদেশ সীমান্তের মুড়ি খাওয়া এলাকা দিয়ে রাতের অন্ধকারে গরু পাচার করার সময় বিএসএফ ও পাচারকারীদের মধ্যে গুলির সংঘর্ষে ঘটে । সেই সময় এক গরু পাচারকারী যুবকের মৃত্যুর ঘটনা ঘটে । এরপরেই উঠে আসে তোয়েব আলী নামে অভিযুক্তের নাম । বহুদিন ধরেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ।

অবশেষে গতকাল মিলে যায় সাফল্য । ধৃতের বিরুদ্ধে একাধিকবার বিএসএফের তরফ থেকে অভিযোগ করা হয় । প্রতিনিয়ত বাংলাদেশে গরু পাচারকারীর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত বলে জানা যায় ।

ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । আদালতের কাছে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version