December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Heritage : আজ থেকে ফের চালু হল এনজেপি – দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : দীর্ঘ চার মাস বন্ধ থাকার পরব আজ থেকে ফের চালু হল এনজেপি – দার্জিলিং টয়ট্রেন পরিষেবা । রবিবার এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে আবার ছুটল হেরিটেজ টয়ট্রেন ।

পর্যটকদের মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এনজেপি থেকে দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবার আলাদাই চাহিদা থাকে । ফের এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন মহলে।

কাটিহার ডিভিশনের ডিআরএম একে মিশ্রা বলেন , “গত ৫ জুলাই থেকে এই রুটে টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পাহাড়ে ধসের কারণে টয়ট্রেনের লাইনের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । শুক্র ও শনিবার ট্রায়াল রান হয়েছে। রবিবার থেকে ফের স্বাভাবিক হল পরিষেবা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *