January 5, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Traffic : নতুন বছরের প্রতিটি দিন দুর্ঘটনা মুক্ত হোক !

শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : নতুন বছরের প্রথম রবিবার সাধারণ নাগরিকদের দুর্ঘটনা থেকে বাঁচাতে উদ্যোগ ট্রাফিক পুলিশ কর্মীদের ।
চলছে পিকনিকের মরশুম । অপরদিকে উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত । শীতের সময় পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায় ।


দুর্ঘটনা রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

অনেকেই আজ চড়ুইভাতি করতে যাচ্ছেন এদিকে ওদিকে । পাশাপাশি রবিবার থাকায় অনেকেই ঘুরতে বের হচ্ছেন শিলিগুড়ি শহরের আশপাশের বিভিন্ন টুরিস্ট স্পটে । রবিবার
সকাল থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো শিলিগুড়ি ট্রাফিক পুলিশের গোরা মোড় ট্রাফিক গার্ড । স্কুটি , মোটরবাইক চালকদের হেলমেট পড়ার অনুরোধ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা ।

চার চাকার যানবাহন চালকদের ও আরোহীদের সিট বেল্ট পড়ারও অনুরোধ করা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে ।
লক্ষ্য একটাই , দুর্ঘটনা রোধ প্রাণহানির সংখ্যা কম করা ।

রবিবার সকাল থেকেই গোরা মোড় , ট্রাফিক গার্ডের তরফ থেকে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের সতর্ক করা হয় । চড়ুইভাতিতে যাওয়া যানবাহন থামিয়ে চালকদের সতর্ক এবং সকলকে সাবধানে যানবাহন চালানোর পরামর্শ দেন ট্রাফিক পুলিশের কর্মীরা ।


নতুন বছরের প্রতিটি দিন দুর্ঘটনা মুক্ত হোক সড়ক , এটাই চাইছে শিলিগুড়ি ট্রাফিক গার্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *