December 15, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : অবৈধ মদ পাচারের পর্দাফাঁস , গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : ভক্তিনগর থানার অন্তর্গত সমর নগর এলাকায় অবৈধ মদ পাচারের নেটওয়ার্কের পর্দাফাঁস করল পুলিশ ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে, ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ রবিবার গভীর রাতে একটি বিশেষ অভিযান চালায় । তথ্য অনুযায়ী, বিহারের সরণ জেলার তিন যুবক সমর নগর এলাকায় অবৈধভাবে একটি বাড়ি ভাড়া নিয়েছিল এবং সিকিম থেকে আনা মদ বিহারে পাচারের পরিকল্পনা করছিল । পুলিশ আরও তথ্য পেয়েছে যে পুরো চোরাচালান কারবার এই ভাড়া করা বাড়ি থেকেই পরিচালিত হচ্ছিল ।

তথ্যের ভিত্তিতে, পুলিশ দল গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে ৮ কার্টন , মোট ২৮৪ বোতল সিকিম মদ বাজেয়াপ্ত করে । বাজেয়াপ্ত মদ বিহারে পাচারের উদ্দেশ্যে ছিল ।

অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে । তাদের নাম ওম প্রকাশ শাহ (১৮), অনুপ শাহ (২৮) এবং শচীন কুমার (১৯)।তিন অভিযুক্তই বিহারের সরণ জেলার বাসিন্দা বলে জানা গেছে ।

ভক্তিনগর পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার জলপাইগুড়ি আদালতে হাজির করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *