শিলিগুড়ি , ২০ মে : শিলিগুড়ির অদূরে তৈরি হচ্ছিল ব্রাউন সুগার । রীতিমতো নিজের বাড়িতেই কাঁচামাল এনে ও ব্রাউন সুগার তৈরির মেশিন বসিয়ে একপ্রকার কারখানা খুলে বসে মাটিগাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোকনাথ কলোনীর বাসিন্দা ওহাদূর শেখ ও তার স্ত্রী সোনাম ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় মাটিগাড়া পাথরঘাটা লোকনাথ কলোনী এলাকার সেই বাড়িতে । অভিযান চালিয়ে নগদ প্রায় কয়েক লক্ষ টাকা , ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
মালদার যে ব্যক্তি তাদেরকে কাঁচামাল সাপ্লাই করত তাকেও হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে | ধৃতদের নাম ওহাদূর শেখ , তার স্ত্রী সোনাম ও মালদার বাসিন্দা আব্দুল ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী প্রায় চার বছর আগে মাদক পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিল ওহাদূর শেখকে । প্রায় তিন বছর সংশোধনাগারে কাটিয়েছে ওই ব্যক্তি । সংশোধনাগার থেকে বেরিয়ে নিজের বাড়িতেই মাদক তৈরীর কারখানা খুলে বসে সে । ঘটনায় চাঞ্চল্য রয়েছে এলাকায় । ইতিমধ্যে মাদক তৈরির সরঞ্জাম সহ তিন জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।