শিলিগুড়ি , ৩ মে : শিলিগুড়ি শহরে ডাকাতির ছক ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।
প্রধান নগর থানার পুলিশের কাছে গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে , চম্পাসারি মোড় এলাকার এক পরিত্যক্ত সরকারি আবাসনে জনা দশেক দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধমূলক কাজ করার ছক কষছে ।
খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ । পুলিশের অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী । ধৃতদের নাম দেবাশীষ দাস , আকাশ থাপা এবং বাপ্পা সাহা । ধৃত তিন দুষ্কৃতীর হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম ।
ধৃতরা প্রধাননগর থানা এলাকাতেই ডাকাতির ছক করছিল বলেই জিজ্ঞাসাবাদে জানিয়েছে । ধৃতদের কাছ থেকে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । ধৃত তিন জনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধান নগর থানার পুলিশ ।