March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : বালি পাথর তোলার অভিযোগে গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ১ মার্চ : বেআইনিভাবে বালি পাথর তোলার অভিযোগে গ্রেপ্তার তিন | বাজেয়াপ্ত করা হয়েছে চারটি ট্রাক্টর |

শিলিগুড়িতে মহানন্দা নদী থেকে রমরমিয়ে চলছিল বালি পাথর পাচার । এই খবর ভক্তিনগর থানার পুলিশের কাছে পৌঁছতেই অভিযান চালায় পুলিশ । শালুগাড়া থেকে তুরিবাড়ি , ডিমডিমা সব এলাকাতেই চলছিল বালিপাথর পাচার । মহানন্দা নদী থেকে বিআইনিভাবে বালি পাথর পরিবহনের খবর ছিল না সংশ্লিষ্ট অধিকারিকদের কাছে । বেআইনি এই কারবারের খবর পুলিশের কাছে পৌঁছতেই ময়দানে পুলিশ ।

ভক্তিনগর থানার পুলিশের অভিযানে শালুগাড়া এলাকায় ধরা পড়ল চারটি ট্রাক্টর । একটি ট্রাক্টর এর চালক পালিয়ে যেতে সক্ষম হলেও তিন ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম কানাই বর্মন , তপন রায় এবং মিরাজ আলম । ধৃত কানাই বর্মনের বাড়ি শালুগারা ডিমডিমা বস্তিতে । অপর ধৃত তপন রায় ও মিরাজ আলমের বাড়ি ভক্তিনগর থানার শালুগাড়া এলাকায় । ধৃত তিনজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ওপর ট্রাক্টর চালকের খোঁজে চলছে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *