January 19, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : শরীরে বাঁধা ছিল গাঁজার প্যাকেট , গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ । ধৃতদের নাম আকাশ শিকদার , বিজয় মন্ডল এবং রাহুল ঘোষ । ধৃতরা দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন যুবককে আটক করে । তল্লাশি চালাতেই তাদের শরীর ও ব্যাগ থেকে প্রায় ২০ কিলো গাঁজা উদ্ধার হয় ।পুলিশের চোখে ধুলো দিতে শরীরে বেঁধে রাখা হয়েছিল গাঁজার প্যাকেট ।

এরপরই তিন জনকে এনডিপিএস অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে খবর , কোচবিহারের দিনহাটা থেকে গাঁজা নিয়ে এসে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের । আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *