শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : জিএসটি আধিকারিকের পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার তিন।
দীর্ঘদিন ধরেই জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে তিনজন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি তোলা আদায় করছিল বলে খবর ছিল পুলিশের কাছে।
এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে এই বিষয়টির খবর এসেছিল ।
সোমবার রাতে এমন খবর মিলতেই অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির ফুলবাড়ি টোল গেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন যুবক যানবাহন তল্লাশি করছিল। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্ত তিন যুবকের বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে । ধৃতদের নাম শুভজিৎ ঘোষ, রুপেশ তীরকি ও পার্থ ঘোষ। ধৃতদের নিয়ে আসা gst বোর্ড লাগানোর সাদা রংয়ের একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্পাত করে পুলিশ | পাশাপাশি তিন জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতরা এর আগেও এমন কাজ করেছে বলে স্বীকার করেছে। অভিযুক্ত তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।