শিলিগুড়ি , ৩১ জানুয়ারী : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ হাবিব ,মহম্মদ সমসের আলি এবং আতিরুল মহম্মদ ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাইড্রোলিক কাটার , একটি প্লেন কাটার , একটি হাঁসুয়া , একটি হাত দা সহ একটি বাংলাদেশী সিম সহ একটি মোবাইল এবং বাংলাদেশের নগদ ১১০ টাকা । ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় আজ । নিউ জলপাইগুড়ি পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজনের সঙ্গে অসমের যোগ রয়েছে ।