June 28, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Temple : বক্সিরহাটের ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার এক

কোচবিহার , ২৪ জুন : বক্সিরহাটের ঐতিহ্যবাহী পলিকা মনস্কামনা কালীমন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত | সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার।

প্রসঙ্গত গত ১১ জুন তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী পলিকা জাগ্রত মনস্কামনা কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনায় কালী মায়ের সোনার গহনা এছাড়াও প্রণামী বাক্সের তালা ভেঙে প্রচুর সোনা , রুপার গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতিরা |

মন্দিরের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে যায় প্রণামী বাক্সটিকে । ঘটনায় মন্দির কমিটি বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন | তদন্তে নেমে পুলিশ অসমের এক বাসিন্দাকে বক্সিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে | তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ কিছু টাকা সহ মন্দিরের চুরি যাওয়া সোনার গহনা । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *