শিলিগুড়ি , ৭ ডিসেম্বর : চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি পুলিশ | গ্রেপ্তার এক অভিযুক্ত | অন্য আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ |
কিছুদিন আগে শিলিগুড়ি থানার অন্তর্গত মিলনপল্লীর পিএনটি গলি এলাকায় একটি চুরির ঘটনা ঘটে । বাড়ি ছেড়ে আধ ঘণ্টার জন্য গিয়েছিল পরিবারের সবাই ।
সেই সময় দুই দুষ্কৃতী দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে , দরজা ভেঙে ঘরে ঢুকে , বাড়ির সমস্ত স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় ।
বাড়ি ফিরে এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড দেখে মাথায় হাত পড়ে গৃহকর্তার । এরপর তারা শরণাপন্ন হয় শিলিগুড়ি থানার পুলিশের । ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ । বিভিন্ন সূত্র কে কাজে লাগানোর পাশাপাশি এলাকার সিসিটিভি থেকে দুষ্কৃতীদের ছবি সংগ্রহ করার চেষ্টা চালায় পুলিশ । অবশেষে মেলে সাফল্য ।
সিসিটিভি থেকে এক দুষ্কৃতী কে চিহ্নিত করে তাকে গতকাল রাতে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং । ধৃতের নাম প্রকাশ দেব । ধৃতের বাড়ি শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় । তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার ।
ধৃত প্রকাশ দেবকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ । তাকে রিমান্ডে নিয়ে অপর অভিযুক্তকে গ্রেপ্তার এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চালানো হবে বলেই জানিয়েছে শিলিগুড়ি থানার তদন্তকারী আধিকারিকরা ।

