November 6, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৬ নভেম্বর : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার | উদ্ধার চুরি যাওয়া সাইকেল | শিলিগুড়ির প্রধান নগর থানা এলাকার বাঘাযতীন কলোনি থেকে সাইকেল চুরির অভিযোগ জানানো হয় প্রধান নগর থানায় | 

অভিযুক্ত দিনের আলোয় বাড়ির উঠোনে রাখা সাইকেল চুরি করে নিয়ে যায় । অভিযোগকারীর মতে, সকালে যখন তিনি ভেতরে কাজ করছিলেন, তখন সাইকেলটি তার বাড়ির বাইরে উঠোনে রাখা ছিল । কিছুক্ষণ পরে যখন সে বাইরে আসে, তখন সে সাইকেলটি হারিয়ে যেতে দেখে । প্রথমে সে ভেবেছিল তার পরিচিত কেউ হয়তো কাজের জন্য এটি নিয়ে গেছে , কিন্তু অনেকক্ষণ পরেও যখন সে এটি খুঁজে না পায় , তখন সে চুরির সন্দেহ করে ।

এরপর সে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পাওয়ার পর, প্রধান নগর পুলিশ তৎপর হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে । ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে । এরপর পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে । গতকাল সন্ধ্যার দিকে পুলিশ খবর পায় যে অভিযুক্তকে বাগডোগরা এলাকায় দেখা গেছে । তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে যে সে কুলিপাড়া ১ নম্বর ওয়ার্ডের তার বাড়িতে সাইকেলটি লুকিয়ে রেখেছিল । পরে পুলিশ সেখান থেকে চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার করে । অভিযুক্তের নাম করণ মালিক, কুলিপাড়া এলাকার বাসিন্দা ।

পুলিশ তাকে সাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে হাজির করে । পুলিশ জানিয়েছে , সাইকেলটির মালিক মূলত দেরাদুনের বাসিন্দা এবং কাজের সূত্রে শিলিগুড়িতে থাকতেন । সাইকেলটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *