শিলিগুড়ি , ৩১ অক্টোবর : চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ ।
যখন বাড়ির লোক গভীর ঘুমে আচ্ছন্ন তখন জানলা খুলে লাঠি ঢুকিয়ে ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল।
 ঘটনাটি ঘটে জুলাই মাসের ৫ তারিখে বাড়িভাষার বিজয় কুমার সিনহার বাড়িতে ।
এরপর লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক | তদন্তে নামে এনজেপি থানা পুলিশ ।
 বৃহস্পতিবার গভীর রাতে মোড়বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দামি মোবাইল ও নগদ ২০০০ টাকা । প্রথমে মোবাইলটি নিজের বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে মোবাইলটি সেই চুরি যাওয়া মোবাইল । 
অভিযুক্তকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে অভিযুক্ত স্বীকার করে যে সেটি চুরির মোবাইল । ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । অন্যদিকে আইনী প্রক্রিয়ায় উদ্ধার হওয়া সামগ্রী প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এনজেপি থানার পুলিশ |

 
					
 
																		 
																		 
																		 
																		 
																		