June 23, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

School : স্কুলে চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ জুন : স্কুল থেকে চুরি হয়েছিল রান্নার বাসন , আসবাবপত্র , সিলিং ফ্যান ,পুরনো বই সহ বিভিন্ন জিনিস । চুরির অভিযোগের পর একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ । ধৃতের নাম গোপাল মন্ডল । সুভাষপল্লী এলাকার বাসিন্দা ।

গরমের ছুটির কারনে প্রায় দু’মাস ধরে বন্ধ ছিল বৈকণ্ঠপুর প্রাথমিক বিদযালয়। সেই সুযোগে স্কুলের ভেতর থেকে সিলিং ফ্যান , রান্নার বাসন , আসবাবপত্র সহ পুরনো বই চুরি করে অভিযুক্ত ।

মঙ্গলবার স্কুলের দরজা খুলতেই চুরির ঘটনা নজরে আসে প্রধান শিক্ষকের । এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ।

বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *