শিলিগুড়ি , ১৯ নভেম্বর : উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক নতুন এসএসসি পরীক্ষার্থীরা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান করল । এদিন সকাল থেকেই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল দেখার মত । মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ।
চাকরিহারা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ নম্বর তাদের অভিজ্ঞতার জন্য রেখেছে কমিশন । সেই ১০ নম্বরের বেড়াজালে আটকে নতুন পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পেয়েও তারা ব্রাত্য। আর সেই বঞ্চনার অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় নতুন পরিক্ষার্থীরা ৷
বুধবার শিলিগুড়ির জলপাইমোড় থেকে মিছিল শুরু করেন নতুন পরীক্ষার্থীদের একাংশ । নৌকাঘাট মোড় পেরিয়ে তিনবাত্তি মোড়ে এসে পৌঁছতেই পুলিশের দ্বরা বাধা পায় মিছিল । শুরু হয় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা । বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। অন্যদিকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয়।

