শিলিগুড়ি , ৯ এপ্রিল : ২০১৬ সালের এসএসসির প্যানেলে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের আন্দোলন চলছে শিলিগুড়িতে । সকাল থেকেই বাঘাযতীন পার্কে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন । মিছিলটি শিলিগুড়ির হাসমিচক হয়ে ভেনাস মোড়ে পৌঁছানোর পর সেখানে মানববন্ধন গড়ে তোলেন এবং রাস্তা অবরোধ করেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ।
আন্দোলনকারীদের দাবি তারা পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি থেকে বঞ্চিত । যোগ্য প্রার্থীদের পুনঃনিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন । তাদের হুঁশিয়ারি , চাকরি না ফিরলে আন্দোলন আরও তীব্র হবে ।
এরপর , আন্দোলনকারীরা শিলিগুড়ি ডিআই অফিসের দিকে রওনা দেন । সেখানে গিয়ে তারা অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ শুরু করেন।
“এটা ন্যায়ের লড়াই ,”—স্লোগানে গর্জে ওঠেন তারা। পরিস্থিতি সামলাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল।
ডিআই অফিসের বাইরে রাস্তায় বসে আন্দোলন এখনও চলছে ।