August 26, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Language : লেপচা পাড়ার শিক্ষকদের ধর্ণা

শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : জিটিএ এলাকার লেপচা পাড়ার শিক্ষকরা আজ থেকে ধর্ণা আন্দোলনে বসলেন । তাদের দাবি , বেতন বৃদ্ধি , অতিরিক্ত শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত লেপচা ভাষা শিক্ষা ব্যবস্থা চালু করা ।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত কালিম্পঙের ত্রিকোণ পার্কে মোট ১৩ জন শিক্ষক এই ধর্নায় অংশ নেন । আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন , তাদের দাবিগুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধর্নার সূচনা করা হয়েছে । তারা আরও সতর্ক করে বলেন , সংশ্লিষ্ট দপ্তর সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ।

আন্দোলনে সামিল শিক্ষক সুরজিত মিথ লেপচা অভিযোগ করেন , জিটিএ এর অধীনে নিয়োগ পাওয়ার পর থেকে তারা মাত্র ৫৪০০ টাকা বেতন পাচ্ছেন । এই বেতনে পরিবার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে ।

পাড়া শিক্ষকরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন । তাদের বক্তব্য , এই আন্দোলন কেবল আর্থিক সুবিচারের জন্য নয় , বরং শিক্ষা ব্যবস্থায় লেপচা ভাষার প্রসার ও সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *